Friday, February 15, 2019

9>--- " আদ্যামা "------

  9>------ " আদ্যামা "------ 
প্রতিমা দর্শন ----------
তিন সোপানের  শিক্ষা

---------প্রেম ------------
----জ্ঞান ও কর্ম -------
-----------গুরু-----------

মন্দিরের ভিতরে তিনটি বিভাগ,
সোপান শ্রেণীর আকারে সজ্জিত ।

প্রথম বিভাগে বেদির ওপর বসে আছেন
স্বয়ং পরমহংসদেব।
নিচে বেদির গায়ে লেখা রয়েছে ----গুরু ।

মধ্যম বিভাগে বেদির ওপরে দাঁড়িয়ে আছেন
আদ্যামা ।
তলায় লেখা রয়েছে --- জ্ঞান ও কর্ম ।

সর্বোচ্চ বেদিতে প্রণবের মধ্যে রাধাকৃষ্ণের যুগল মূর্তি। পদমুলে বেদি গাত্রে উজ্জ্বল অক্ষরে উৎকীর্ণ ---- প্রেম।
_____________________________

" শ্রী রামকৃষ্ণের স্বপ্নাদেশে  শ্রী মদ অন্নদা
আদ্যা মুক্তি লাভ করেছিলেন।"


 চট্টগ্রামের  অন্নদা চরন ভট্টাচার্য ।
কলকাতার ঠিকানা আমহার্স্ট স্ট্রিটের বলাই সিংহ লেন, সিদ্ধেশ্বর বসুর বাড়ি।

অন্নদা র সঙ্গে যাঁরা এসেছেন তাঁরাও ত এই
ইতিহাসের স্মরনীয় কুশীলব।
তাঁরা ছিলেন শচীন্দ্র নাথ মজুমদার, সত্যকিঙ্কর রায়,আর শচীন বাবু।
---------------------
কালীঘাটের নকুলেশ্বর শিবের মন্দির থেকে
আড়িয়াদহের দক্ষিণেশ্বর শিবের মধ্যবর্তী
স্থানটি কালীস্থান বা কালীক্ষেত্র।

মন্দিরের দিনে ভোগের ব্যবস্থা
তিন দেবতার সাড়ে বারো সের, সাড়ে বাইশ সের, আর সাড়ে বত্রিশ সের চালের ভোগ হয়।
পঞ্চব্যঞ্জনে সেই ভোগ উৎসর্গ করে আশ্রমের লোকজন ও দীন দুঃখীকে প্রসাদ দেওয়া হয়।

এবং সাথে নিত্য পরমান্ন ভোগ হয়,
পাঁচ পো,আড়াই সের, আর সাড়ে তিন সেরদুধের পরমান্ন ভোগ নিত্য হয়।

শয়ন আরতির আগে একটি
আমৃতভোগ দিতে হয়।
পাঁচ পো ঘি, আড়াই পো কিসমিস, পাঁচ ছটাক বাদাম, পেস্তা, দারুচিনি,তেজপাতা, লবঙ্গ,আর সত পো চিনি দিয়ে আড়াই সের
উৎ কৃষ্ট সুগন্ধি চালের ভোগ প্রস্তুত করে জাফরান দিয়ে রং করে নিতে হয়।
----------------------------
বৎসরের 52দিন সাধারণের মন্দির দর্শনের
জন্য===সারা দিন খোলা থাকে।

শুক্ল পক্ষের নবমী ---------12 দিন
কৃষ্ণপক্ষের একাদশী;----12 দিন
ঝুলন পূর্ণমা -------------------1 দিন
রাস‌ পূর্ণিমা ---------------------1 দিন
দোলপূর্ণিমা-----------------1 দিন
লক্ষ্মীপূর্ণিমা,----------------1 দিন
মহালয়া অমাবস্যা----------1 দিন
দীপাবলী অমাবস্যা---------1দিন
জন্মাষ্টমী -------------------------1 দিন
রধাষ্টমি - -------------------------1 দিন
শ্রী পঞ্চমী--------------------1 দিন
নগ পঞ্চমী-------------------1 দিন
সংক্রান্তির ---------------------12 দিন
শারদীয়া দুর্গাপূজা-র
     সপ্তমী অষ্টমী, ও দশমী --3 দিন
বাসন্তী পূজার --
      সপ্তমী অষ্টমী, ও দশমী --3 দিন
                     ------------------------------------
                        মোট -----------52 দিন ।
==========================
রামকৃষ্ণ -- বীজ।
মহীরুহ --- স্বামী বিবেকানন্দ।